নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে আমরা কতো কিছুইনা করি। অনেকেই মনে করেন, মেয়েদের ভালো চেহারা, ফিগার আর ছেলেদের বড় অংকের ব্যাংক ব্যালেন্সই সঙ্গীর আকর্ষণের মূল বিষয়। আসলেই কি তাই, আমরা কি জানি, আমাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই রয়েছে, আকর্ষণীয় সব গুন।
হাসি
মুখে না বলেও অনেক কিছু প্রকাশ করা যায় সুন্দর হাসি দিয়ে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মেয়েদের চারিত্রিক বৈশিষ্টের দ্বিতীয় আকর্ষণীয় দিক হচ্ছে হাসি। হাসির মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস এবং সৌজন্যতা প্রকাশ পায়।
সত্য বলা
কেউ প্রশ্ন করলে, আমরা কোনো কিছু না ভেবেই সত্য উত্তর দেই। সবসময় সত্য বলাটা শুধুমাত্র ভালোলাগা বা শ্রদ্ধা পাওয়ারই বিষয় নয়, বরং আকর্ষণীয়ও।
কেয়ারিং দৃষ্টিভঙ্গি
বাহ্যিক সৌন্দর্য সঙ্গীকে যতোটা আকর্ষণ করে, তার চেয়ে অনেক বেশি আকর্ষণ করে তার প্রতি আপনার কেয়ারিং দৃষ্টিভঙ্গি।
পরিচ্ছন্নতা
ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করে, পরিপাটিভাবে উপস্থাপনের মাধ্যমে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়।
অন্যকে গুরুত্ব দেওয়া
সবার কথা মন দিয়ে শোনা, প্রয়োজনীয় তারিখ এবং বিভিন্ন ইভেন্ট নোটবুকে লিখে রাখা। নির্দিষ্ট দিনে তাকে কাজের কথা মনে করিয়ে দেওয়া অথবা শুভেচ্ছা জানানোও নিজেকে আকর্ষণীয় করার একটি কৌশল।
আই কনটাক্ট
গোপন রহস্য হচ্ছে, আমাদের গায়ের রঙ যেমনই হোক, চোখ কিন্তু সবারই অনেক সুন্দর। চোখের দিকে তাকিয়ে কথা বললে আত্মবিশ্বাস বেড়ে যায়। এটা আমাদের আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার শক্তিশালী মাধ্যম।
১ জানুয়ারি বুধবার ২০১৪ দৈনিক আজাদি
---- শারমীনা ইসলাম
মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়। তবে এবার আপনার ফোনের ডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোন নম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন। এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে।
True caller :
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে। অ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন –
https://play.google.com/store/apps/details?id=com.truecaller
LINE whoscall :
কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপ। এছাড়া এই অ্যাপটির সাহায্যেও বিরক্তিকর নম্বর ব্লক করা সম্ভব। অ্যাপটির আরেকটি সুবিধা হচ্ছে, এটি শুধু কলই নয় ওই নম্বর থেকে পাঠানো এসএমএসও ব্লক করতে পারে। অ্যাপটি কোনো অফলাইন ডাটাবেসের ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব। অ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন – video
https://play.google.com/store/apps/details?id=gogolook.callgogolook2
Mobile Number Locator :
অজানা কলারের অপারেটর ও রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে। অ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন –
https://play.google.com/store/apps/details?id=com.sri.mobilenumberlocator
Calls Blacklist :
কলারের নাম-ঠিকানা জানা ছাড়াও এই অ্যপের সাহায্যে কল ও মেসেজ ব্লক করা সম্ভব। একই সঙ্গে ইউজার নির্ধারিত লিস্ট তৈরি করে সেসব নম্বরও ব্লক করা যাবে।ইউরো বিডি নিউজ.
আমাদের সময়.কম : ০৮/০৬/২০১৫
এটা এক ধরনের ম্যালওয়ার যা প্রন-ট্রোজান নামে পরিচিত। কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি। আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে।
টাইমলাইনে পর্নো এলে যা করবেন:
১. তাড়াতাড়ি আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
২. যে সব পর্নো ভিডিও আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেইগুলি ডিলিট ও রির্পোট করুন। বিস্তারিত
ময়েরা কিছু মিথ্যা বলে স্রেফ সম্পর্ক টিকিয়ে রাখতে অথবা পরিস্থিতি সামাল দিতে। অনেক সময় সংঘাত বা তর্ক এড়াতেও তারা এ কাজটি করে। মেয়েরা যে মিথ্যাগুলি বলে সেগুলির মধ্যে বিখ্যাত ১৩টি জেনে নিন-
১. আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম না।
২. আমি তোমাকে পছন্দ করি কিন্তু কখন আমার মধ্যে ভালোবাসা তৈরি হবে জানি না।
৩. তোমার কোনো ভুল নেই, আমারই কোথাও ভুল হয়েছে।
৪. আমি কখনোই বুঝতে পারিনি, এটা আমার এত ভাল লাগবে।
৫. যৌনতা মজার বিষয়।
৬. হোক ছেলেটা টাকমাথার এবং দেখতে খারাপ। কিন্তু টাকা তো আছে। একটা নিশ্চিত জীবন পাওয়া যাবে।
৭. আমি সবকিছু আঁকড়ে ধরে থাকতে চাই না। ঘ্যানঘ্যানও করতে চাই না।
৮. আমি শুধু তোমাকেই চেয়েছিলাম।
৯. এখনই যদি আমি রাত কাটানোর সিদ্ধান্ত নেই, তবে তোমাকেই বেছে নেব।
১০. আমার মনে আমাদের বিলটা শেয়ার করা উচিত। সব সময় তুমি দেবে কেন?
১১. আমি যদি তার সঙ্গে না থাকি, তবে সে আরেকজনকে ঠিকই খুঁজে নেবে।
১২. তোমার বাড়ির লোকদের সঙ্গে আমি ভালোই আছি। হাজার হোক তারা তো আমারই পরিবার।
১৩. তুমি যদি বন্ধু হতে চাও, আমার আপত্তি নেই। আমিও তাই ভাবছিলাম। কেন শুধু শুধু জটিলতা ডেকে আনা?
আমাদের সময়.কম : ১৯/০৮/২০১৫
নবীগণ যখনই নিজেদেরকে বিশ্বপ্রভুর প্রেরিত বাণীবাহক হিসেবে পেশ করেছেন তখন লোকেরা তাঁদের কাছে দাবী করেছে, তোমরা যদি সত্যি-সত্যি বিশ্বপ্রভুর প্রতিনিধি হয়ে থাক, তাহলে প্রাকৃতিক নিয়মের প্রচলিত ধারার ঊর্ধে উঠে এমন কিছু অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা তোমাদের ঘটানো উচিত যা দেখে স্পষ্টতই মনে হবে যে, বিশ্বপ্রভু তোমাদের সত্যতা প্রমাণ করার জন্যে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে এ ঘটনাটা নিদর্শন হিসেবে সংঘটিত করেছেন। এ দাবীর জবাবে নবীগণ কতগুলো নিদর্শন দেখিয়েছেন। কুরআনের পরিভাষায় তাকে আয়াত বা নিদর্শন এবং আকীদা বিশারদগণের পরিভাষায় তাকে মোজেযা বলা হয়েছে।
বিস্তারিত আমাদের সময়.কম : ১৮/০৮/২০১৫
আমেরিকার স্প্রাউট ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘ফ্লিবানসেরিন’ নামের ওষুধকেই বলা হচ্চিল ‘নারীদের ভায়াগ্রা’। কিন্তু তার অনুমোদন দিতে গিয়ে বার বার পিছিয়ে যায় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। অবশেষে ওষুধটির ছাড়পত্র পেয়েছে এফডিএর।
বিশেষজ্ঞদের মতে ‘হাইপোঅ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার (এইচএসডিডি)’ একটি মানসিক রোগ। আর প্রস্তুতকারকরা বলছেন, ফ্লিবানসেরিন সেবনের মাধ্যমে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যাবে।
স্প্রাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা সিনডি হোয়াইটহেড বলেন, ‘আমারা সতর্কতার সঙ্গে এই কার্যক্রম চালাচ্ছি। আমরা চাই না, আমাদের কোনও গ্রাহক অসন্তুষ্ট হোক।’
স্প্রাউট কোম্পানির দাবি ফ্লিবানসেরিন ওষুধটির মূল উদ্দেশ্য শারীরিক নয়, মানসিক যৌন চাহিদা মেটানো। যেসব নারী মানসিকভাবে যৌন কামুকতার অভাবে ভোগেন তাদের জন্যই এই পিল। তাদের দাবি, কামুকতা শারীরিক নয়, মানসিক ব্যাপার।
স্পাউট আরও জানায়, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যে কোনও নারী প্রতি রাতেই এই পিল সেবন করতে পারবেন।
কার্যকারিতা ও নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় এর আগে এফডিএ এ পিলটি দু’বার অনুমোদন পায়নি।
সাধারণত জার্মানির বোয়রিংগার ইগোহাই নামে একটি কোম্পানি এই ওষুধটি তৈরি করে থাকে। বৈধতা পাওয়ার পর জার্মান কোম্পানির কাছ থেকেই স্প্রাউট এই ওষুধ আমদানি করবে।
নারী ভায়াগ্রা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বলা হচ্ছিল পুরুষদের যৌনজীবনের সমস্যা দূর করতে একাধিক ওষুধ থাকলেও নারীর যৌনসমস্যার সমাধানে এমন কোনো ওষুধ এখনো নেই। অবশ্য নেই বললেও ভুল হবে। কারণ বিজ্ঞানীরা এমন ওষুধ তৈরি করলেও যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেই ওষুধের অনুমোদন দিচ্ছে না বলেই অভিযোগ করে আসছেন দেশটির নারী অধিকার কর্মীরা।
উল্লেখ্য, মেনোপজ পূর্ব অবস্থায় থাকা নারীদের লক্ষ্য করে এই ওষুধ বানানো হয়েছে। নির্মাতারা বলছেন, এমনিতে যৌনআকাক্সক্ষা বোধ করেন না এমন নারীরাও এই ওষুধে সন্তোষজনক যৌনজীবনপেতে পারেন।
তবে বিশেষজ্ঞরা এটা মনে করছে, নারী ভায়াগ্রা কখনই পুরুষদের ভায়াগ্রার মতো ব্যবসাসফল হতে পারবে না।
যুক্তরাষ্ট্রের ওষুধ বিশেষজ্ঞদের একটি প্যানেল এ ওষুধের পক্ষে ইতিবাচক মতামত দিয়েছে। আর ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তা অনুমোদন করে।
এর আগে এই ওষুধের সম্ভাব্য শক্তিশালী পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সম্পর্কে সতর্কবাণী প্রচারের শর্ত জুড়ে দিয়েছিল এফডিএ। তখন এফডিএ বলেছিল এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কোনো কোনো সেবনকারী অজ্ঞান হয়ে যেতে পারেন কিংবা ক্লান্তিতে ভুগতে পারেন।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে দুই দফায় ফ্লিবানসেরিন নামের ওষুধটি বাজারে ছাড়ার অনুমোদন আটকে দিয়েছিল এফডিএ।
অবশ্য সমালোচকেরা বলছেন, এই ওষুধ তেমন কার্যকর কিছু নয়। তবে, ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনসলে ইনস্টিটিউটের ডক্টর জুলিয়া হেইমান বলেন, ‘এই সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তনও অনেক ভালো সুফল বয়ে আনতে পারে।’
যুক্তরাষ্ট্রের নারী অধিকার গ্রুপ ‘ইভেন দ্য স্কোর’ এই ওষুধ বাজারে ছাড়ার পক্ষে প্রচার চালিয়ে আসছিল। সংগঠনটি দীর্ঘদিন ধরে বলে আসছিল, এফডিএ-এর মতো সংস্থাগুলোও পক্ষপাতদুষ্ট বলেই পুরুষদের যৌনজীবনের সমস্যা দূর করতে একাধিক ওষুধ থাকলেও নারীর যৌন সমস্যার সমাধানে এমন কোনো বাজারে পাওয়া যায় না। আমাদের সময়.কম : ১৯/০৮/২০১৫
অনেকসময় বেশি জিনিসপত্র থাকলে বা বাড়ি নোংরা থাকলে পোকা মাকড়ের
উপদ্রব দেখা যায়। কিন্তু সবথেকে
বেশি সমস্যা তৈরি করে তেলাপোকা। বাড়ি থেকে তেলাপোকা তাড়াতে প্রাণ যায় যায় অবস্থা। একটা মারলে আর
একটা চলে আসে। অনেকে তেলাপোকা ভয় পান তাই চোখের সামনে দেখলে কী করবেন বুঝতে পারেন না, অযথা চেঁচামিচি লাফালাফি শুরু করে দেন।
আরশোলা মারার বহু রাসায়নির বাজারে
পাওয়া যায়। যা কাজেও দেয়। কিন্তু এই ধরণের রাসায়নিক
দ্রব্য শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত হানিকর। তাই আরশোলা মারার ঘরোয়া উপায় এখানে বাতলে দেয়া হলো।
বেকিং সোডা ও
চিনি
বেকিং সোডা ও চিনি মিশিয়ে যদি ঘরের
কোনো কোনে মিশ্রণটি ছড়িয়ে দেন তাহলে তা কাজে দেয়। তেলাপোকা এ মিশ্রণটি খেলেই মারা
যায়।
তেজপাতা
তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। ফলে যেখানে তেজপাতা
থাকে সেখানে তেলাপোকা থাকে না। তাই তেলাপোকার
আনাগোনা যেখানে বেশি সেখানে তেজপাতা ছিঁড়ে ফেলে রাখুন। বাড়ি থেকে তেলাপোকা এক শ' শতাংশ বিদায় হবে।
অ্যামোনিয়া
মিশ্রণ
পানি আর অ্যামোনিয়ার মিশ্রণ তেলাপোকা তাড়ানোয় অত্যন্ত উপযোগী।
এক বালতি পানিতে ২ কাপ অ্যামোনিয়া
গুলে নিন। এই পানি দিয়ে রান্নাঘর ধুইয়ে নিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা পালাবে।
সাবান পানি
গায়ে মাখার সাবান ও পানি মিশিয়ে
মিশ্রণ তৈরি করুন। ঘরের কোনায় কোনায় এই পানি স্প্রে করে দিন। ব্যস তেলাপোকা বধ।
বোরিক অ্যাসিড
ও ময়দা
ময়দা ও বোরিক অ্যাসিড মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট
লেচি কেটে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। এই লেচিতে
মুখ দিলেই অক্কা পাবে তেলাপোকা।
গোলমরিচ, পেঁয়াজ, রসুন
উপকরণ গুলি শুনে ভাববেন না কিছু রান্না করতে বলব। তবে
অরাসায়নিক পদ্ধতিতে তেলাপোকা মারার
এটি সেরা উপায়। এই তিন উপকরণ একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার এক লিটার পানিতে এই বাটাটা দিয়ে ভাল করে গুলে নিন। ঘরের
আনাচে কানাচেতে এই পানি স্প্রে করলেও
নিশ্চিহ্ন হবে আরশোলার বংশ।
শশা
একটি টিনের কৌটয় কাটা শশা ভরে মুখ
খুলে রেখে দিন। তেলাপোকা চলে যাবে। তবে দিনের পর দিন রাখবেন না। তাতে মাছির উপদ্রব
শুরু হবে।
লিস্টারিন, পানি ও প্লেট ধোয়ার তরল সাবান
এই তিনটি উপকরণ পানেত মিশিয়ে ঘরের
চারিদিকে স্প্রে করে দিন। কাজ দেবে।
গুঁড়ো সাবান
ওয়াশিং মেশিনের জন্য গুঁড়ো সাবানে
ব্লিচ থাকে যা আরশোলা তাড়াতে সাহায্য করে।
অর্ধেক পানি
ভর্তি কাঁচের শিশি
ঘরের কোন দেখে কাঁচের জারে অর্ধেক
পানি ভরে রেখে দিন। তেলাপোকা খালি ভেবে এর ভিতরে ঢুকলেই পানিতে আটকা পড়বে। আর উড়তে
পারবে না।
/www.dailynayadiganta.com