কে এম হোসাইন : মার্কিন এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, শিশু লালন-পালনে পরস্পরকে
সহযোগিতা করলে দাম্পত্য এবং যৌনজীবনে আরো বেশি সুখী হওয়া যায়। সূত্র :
বিবিসি বাংলা।
৪৮৭ টি পরিবারের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যেসব
মা-বাবা শিশু লালন-পালনের দায়িত্ব সমানভাবে ভাগাভাগি করে নিয়েছেন তারা
মানসিক এবং যৌনতার দিক থেকে বেশি সন্তুষ্ট।
তবে যেসব দম্পতির ক্ষেত্রে নারী সদস্য শিশুপালনের মুল দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সন্তুষ্টির হার কম।
গবেষকরা বলছেন, পুরুষরা শিশু লালনে মুখ্য ভূমিকা পালন করলেও যৌনজীবনে বেশি প্রভাব পড়ে না।
বৈবাহিক এবং রিলেসনশিপ স্টাডি ২০০৬ নামের একটি গবেষণা থেকে এই উপসংহারে
পৌঁছেছেন গবেষকরা। দম্পতিদের সম্পর্ক নিয়ে একটি জরিপের মাধ্যমে ঐ গবেষণাটি
করা হয়।
আমেরিকান স্যোসিওলজিক্যাল এসোসিয়েশনের একটি বৈঠকে উপস্থাপিত
এসব তথ্যে দেখা যায়, যেসব পরিবারে নারী সদস্য শিশুপালনের ৬০ শতাংশের বেশি
কাজ করেছেন। তারা দাম্পত্য সম্পর্ক এবং দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে সবচেয়ে
কম স্কোর করেছেন এবং তারা যৌনজীবনেও কম সুখী।
ম্যানচেস্টার বিজনেস
স্কুলের মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক, স্যার কেরি কুপার বলেন, এই গবেষণার
মাধ্যমে সাংসারিক জীবন নিয়ে আরো বেশি কিছু বোঝা যায়। কোন পুরুষ যদি
শিশুপালনের কাজ ভাগাভাগি করে নিতে আগ্রহী হয়। তাহলে বোঝাই যায় সে
সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বেশি সময় বিনিয়োগ করতে চাচ্ছে ।
আমাদের সময়.কম
24.08.2015
জনপ্রিয় গীতিকার, সুরকার ও নৃত্যশিল্পী শাকিরার
ভক্ত-অনুসারীর সংখ্যা সারা বিশ্বেই আছে। ১০২ মিলিয়নের বেশি লাইক নিয়ে সবার
ওপরে রয়েছে তার ফেসবুক পেজ। এবার তার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল সামাজিক
যোগাযোগ মাধ্যম টুইটারেও। টুইটারে শাকিরার ফলোয়ারের সংখ্যা ৩৫ মিলিয়ন
ছাড়িয়েছে। এতে তিনি বেশ উচ্ছ্বসিত।
শাকিরা টুইটারে ভক্তদের ধন্যবাদ
জানিয়ে বলেন, টুইটারে বর্তমানে আমার ভক্তের সংখ্যা ৩৫ মিলিয়ন। আর এজন্য
প্রথমেই আমি আমার ভক্তদের ধন্যবাদ জানাই। ভক্তদের ভালোবাসায় আমি সিক্ত,
আমার খুবই ভালোলাগে যখন আমি আমার ভক্তদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন
শুভেচ্ছা বার্তা পেয়ে থাকি। ঠিক কিভাবে আমার ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ
করা উচিত তা আমার জানা নেই, তবে আমিও আমার ভক্তদের তাদের মতো করেই
ভালোবাসি। আজ আমি আমার ভক্তদের জন্যই এই অবস্থাতে পৌঁছাতে পেরেছি।
শাকিরা এ পর্যন্ত দু’বার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি
পুরস্কার পেয়েছেন। এমনকি তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত
হয়েছিলেন। আর বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি
অ্যালবাম বিক্রীত শিল্পী। এছাড়াও শাকিরা দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া
একমাত্র শিল্পী, যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড
হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান
পাওয়ার গৌরব অর্জন করেছেন।ঢাকাটাইমস