সানিকে পেছনে ফেলে মোস্ট ডিজায়রেবল প্রিয়াঙ্কা
আমাদের সময়.কম : ১১/০৫/২০১৬
ফারিহা : বছর ঘুরে আরও একবার অনুষ্ঠিত হল টাইমস অফ ইন্ডিয়ার জরিপ ‘ইন্ডিয়াস মোস্ট ডিজায়রেবল’। ভারতের বহুল আকাক্সিক্ষত নারীদের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পেছনে ফেলেছেন গত বছরের বিজয়ী সানি লিওনিকে।
২০১৫ সালের সেরা ৫০ জন আকাঙ্খিত নারীর জরিপে এবার ভোট এসেছে ২১ লাখ ৩৫ হাজার। এই তালিকায় প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা। গতবার যার অবস্থান ছিল ৬ নম্বরে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র নায়িকা হওয়ার পর পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জেতা, অস্কারের মঞ্চে পদার্পণ, পদ্মশ্রী পুরষ্কার জেতা, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নৈশভোজ— পিসির বৃহস্পতি এখন তুঙ্গেই। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে ‘ভারতের গর্ব’ এবং ‘আমেরিকার সুইটহার্ট’ বলে অভিহিত করেছে টাইমস অফ ইন্ডিয়া।
তবে এতো স্বীকৃতি এবং সম্মাননা পেয়েও প্রিয়াঙ্কার কণ্ঠে শোনা গেল বিনয়ের সুর। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “আমি জানি না আমি আকাঙ্খিত কীনা। আমি একটি সাধারণ মেয়ে যে তার পেশাগত দায়িত্ব পালন করছে।”
২০১৪ সালের আকাঙ্খিত নারীর তালিকায় শীর্ষে অবস্থান করছিলেন অভিনেত্রী সানি লিওনি, কিন্তু এক বছরে তার অবস্থান নেমে এসেছে তৃতীয়তে। সবসময় নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে শিরোনাম হলেও বক্স অফিস মাতাতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী।
এদিকে পরপর দুই বছর ধরে দ্বিতীয় অবস্থানে আছেন দিপিকা পাড়ুকোন। ‘বাজিরাও মাস্তানি’র সাফল্যের পর এই বছর মুক্তি পাচ্ছে না তার কোনো হিন্দি সিনেমা, ব্যস্ত আছেন নিজের প্রথম হলিউডি ফিল্ম ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ দ্য জ্যান্ডার কেইজ’ নিয়ে।
গত দুই বছর তৃতীয় অবস্থানে থাকলেও অবনতি হয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজের, এবার এসেছেন চতুর্থ অবস্থানে। ২০১৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে পঞ্চম অবস্থান দখল করেছেন নতুন মুখ ভারতিকা সিং। বছরের শুরুতে ‘ফিতুর’-এর ব্যর্থতার পর ধ্বস নেমেছে ক্যাটরিনা কাইফের জনপ্রিয়তায়ও, পঞ্চম অবস্থান থেকে নেমে এবার আছেন অষ্টম অবস্থানে।
আমাদের সময়.কম : ১১/০৫/২০১৬
ফারিহা : বছর ঘুরে আরও একবার অনুষ্ঠিত হল টাইমস অফ ইন্ডিয়ার জরিপ ‘ইন্ডিয়াস মোস্ট ডিজায়রেবল’। ভারতের বহুল আকাক্সিক্ষত নারীদের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পেছনে ফেলেছেন গত বছরের বিজয়ী সানি লিওনিকে।
২০১৫ সালের সেরা ৫০ জন আকাঙ্খিত নারীর জরিপে এবার ভোট এসেছে ২১ লাখ ৩৫ হাজার। এই তালিকায় প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা। গতবার যার অবস্থান ছিল ৬ নম্বরে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র নায়িকা হওয়ার পর পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জেতা, অস্কারের মঞ্চে পদার্পণ, পদ্মশ্রী পুরষ্কার জেতা, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নৈশভোজ— পিসির বৃহস্পতি এখন তুঙ্গেই। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে ‘ভারতের গর্ব’ এবং ‘আমেরিকার সুইটহার্ট’ বলে অভিহিত করেছে টাইমস অফ ইন্ডিয়া।
তবে এতো স্বীকৃতি এবং সম্মাননা পেয়েও প্রিয়াঙ্কার কণ্ঠে শোনা গেল বিনয়ের সুর। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “আমি জানি না আমি আকাঙ্খিত কীনা। আমি একটি সাধারণ মেয়ে যে তার পেশাগত দায়িত্ব পালন করছে।”
২০১৪ সালের আকাঙ্খিত নারীর তালিকায় শীর্ষে অবস্থান করছিলেন অভিনেত্রী সানি লিওনি, কিন্তু এক বছরে তার অবস্থান নেমে এসেছে তৃতীয়তে। সবসময় নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে শিরোনাম হলেও বক্স অফিস মাতাতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী।
এদিকে পরপর দুই বছর ধরে দ্বিতীয় অবস্থানে আছেন দিপিকা পাড়ুকোন। ‘বাজিরাও মাস্তানি’র সাফল্যের পর এই বছর মুক্তি পাচ্ছে না তার কোনো হিন্দি সিনেমা, ব্যস্ত আছেন নিজের প্রথম হলিউডি ফিল্ম ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ দ্য জ্যান্ডার কেইজ’ নিয়ে।
গত দুই বছর তৃতীয় অবস্থানে থাকলেও অবনতি হয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজের, এবার এসেছেন চতুর্থ অবস্থানে। ২০১৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে পঞ্চম অবস্থান দখল করেছেন নতুন মুখ ভারতিকা সিং। বছরের শুরুতে ‘ফিতুর’-এর ব্যর্থতার পর ধ্বস নেমেছে ক্যাটরিনা কাইফের জনপ্রিয়তায়ও, পঞ্চম অবস্থান থেকে নেমে এবার আছেন অষ্টম অবস্থানে।