|
BDNEWS TRACKER |
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা
ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
|
ভ্যালেন্টাইন
ডে |
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম
প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। – হুমায়ূন আজাদ
|
ভ্যালেন্টাইন ডে BD NEWS TRACKER |
ভালোবাসা দিবস বা
ভ্যালেন্টাইন ডে! যদিও সত্যিকারের ভালোবাসার কোন দিবস নেই বলেই আমরা মনে করি।
ভালবাসা দিবস প্রতিদিন, প্রতিক্ষন। তবে
১৪ ফেব্রুয়ারি -কে ‘বিশ্ব ভালোবাসা
দিবস’ হিসেবে উদযাপন করা হয়ে
থাকে বিশ্বব্যাপী। তরুণ-তরুণীদের মাঝেই ভালোবাসা দিবস উদযাপনের ট্রেন্ডটা দেখা
গেলেও দিনটি আসলে পৃথিবীর সকল ভালোবাসার জন্য। দিনটি হতে পারে মা-ছেলের ভালোবাসা
উদযাপনের দিন কিংবা মানুষে-মানুষে ভালবাসার দিবস।
ভ্যালেন্টাইন ডে
/ ভালোবাসা দিবসের ইতিহাস
বিভিন্ন সময় বেশ
কয়েকজন ইতিহাসবিদদের লেখায় উঠে এসেছে, মূলত প্রাচীন দু’টি রোমান প্রথা
থেকেই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস -এর সূত্রপাত। খ্রিস্টান এক চিকিৎসক ফাদার
ও পাদ্রী সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে এই দিনটি `ভ্যালেনটাইনস ডে` হিসেবে নামকরন করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪
ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে
সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদন্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তাঁর আদরের
একমাত্র মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে নিজের স্বাক্ষর হিসেবে লিখেছিলেন `ফ্রম ইওর ভ্যালেনটাইন`। এরপর পরবর্তী বছর থেকে বাবার মৃত্যুর দিনকে
তাঁর মেয়ে এবং মেয়ের প্রেমিক মিলে ভ্যালেন্টাইনস ডে হিসেবে উদযাপন করা শুরু করে।
যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদন্ডে দন্ডিত ভ্যালেন্টাইনকে ভালবেসে ১৪
ফেব্রুয়ারিকে উদযাপনের রীতিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর তা থেকেই শুরু হয় ‘বিশ্ব ভালোবাসা দিবস’ বা ‘ভ্যালেন্টাইন ডে’ -এর রীতি।
সম্পাদক BD NEWS TRACKER
|
নাসিব চট্টগ্রাম মহানগর কমিটি |
নাসিব চট্টগ্রাম মহানগর
প্রেসিডেন্ট হলেন আবদুল গাফফার মিয়াজী এবং ভাইস প্রেসিডেন্ট হলেন দেওয়ান মোহাম্মদ
আখতার হোসেন সহ তিন জন ।
|
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) |
জাতীয় ক্ষুদ্র ও কুটির
শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর চট্টগ্রাম মহানগর শাখা কমিটির চট্টগ্রাম
মহানগর প্রেসিডেন্ট হলেন জনাব আবদুল গাফফার মিয়াজী এবং ভাইস প্রেসিডেন্ট হলেন কারুধারা এগ্রো প্রাইভেট লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক জনাব দেওয়ান মোহাম্মদ আখতার হোসেন সহ তিন জন । গত ৫
ফেব্রুয়ারি নাসিব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মির্জা নুরুল গনী
শোভন (সিআইপি) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ওই পত্রে
একই সাথে (২০১৭-১৮ ও ২০১৮-১৯) মেয়াদের জন্য ১৭ জনের চট্টগ্রাম মহানগর শাখা কমিটির
অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ও কুটির শিল্প খাতের উদ্যোক্তাদের
প্রাচীনতম সংগঠন জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করেন। প্রতিষ্ঠার
পর থেকেই দেশের ৬৪ জেলায় এই সংগঠনের কার্যক্রম প্রসারিত হয়। তারই ধারাবাহিকতায়
জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), চট্টগ্রাম মহানগর শাখা কমিটি গঠিত হল। এ কমিটি চট্টগ্রাম
মহানগরের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প উদ্যোক্তাদের উন্নয়ন, প্রসার, সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবেন।
কমিটিতে তিনজনকে
সহ-সভাপতি এবং ১৩ জনকে সদস্য করা হয়েছে। কমিটিতে দেওয়ান মোহাম্মদ আখতার হোসেন ,বেবী
হাসান ও মো. মাহাবুবুর রহমানকে সহ-সভাপতি এবং সিতারা রহমান, মো. মোখলেছুর রহমান, মায়মানা আকতার, মো. শাহজাহান, নুরুল হাকিম লোকমান, মো. মামুন, কাজী মো. মেজবাহ উদ্দীন, মোহাম্মদ ইউনুচ, মো. তাজউদ্দিন, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ মাহফুজুল হক, মুহাম্মদ আবুল কালাম আজাদ ও জয়নাল আবেদিনকে সদস্য করা
হয়েছে।
উল্লেখ্য, আবদুল গাফফার মিয়াজী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
(রিহ্যাব) চট্টগ্রাম’ রিজিওনাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও
তিনি ‘নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম’ এর সাধারণ সম্পাদক, ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের
সাথে জড়িত আছেন।
জনাব দেওয়ান মোহাম্মদ
আখতার হোসেন আহবান সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন
ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
ডেস্ক রিপোর্ট
দৈনিক আজাদি নিউজ লিঙ্ক
ON LINE NEWS tarunnobd24
ON LINE NEWS
https://cvoice24.com
ON LINE NEWS
http://www.newschittagong24.com/