
ষোড়শ সংশোধনী মামলার রায়ে আমরা জানতে পারলাম যে সুপ্রিম কোর্টে যত মামলা বিচারাধীন, তার ৮০ শতাংশেই সরকার একটি পক্ষ। মামলায় কোনো পক্ষই হারতে চায় না, সবাই জিততে চায়। সুতরাং সরকারও যে ওসব মামলায় জিততে চাইবে, সেটাই তো স্বাভাবিক। এখন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী সরকার যদি বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সরকারের বিরুদ্ধে কারও পক্ষে কোনো ন্যায়বিচার পাওয়ার পথ কি আর খোলা থাকবে ? তা সে হোক জমি অধিগ্রহণে আইন না মেনে কাউকে বাস্তুচ্যুত করা কিংবা বেআইনি আটকাদেশ অথবা নির্বাচনী বিরোধ নিষ্পত্তির মতো কোনো গুরুতর প্রশ্ন।
সরকারদলীয়...