
ফিমেল অর্গাজম বা নারীর চূড়ান্ত যৌন সুখানুভূতির বিষয়টি এতদিন বিজ্ঞানীদের হতবুদ্ধি করে রেখেছিল। অবশেষে সম্প্রতি গবেষকরা দাবি করেছেন, তারা হয়ত নারীর চূড়ান্ত যৌন সুখানুভূতির বিবর্তনীয় শিকড় খুঁজে পেয়েছেন।গর্ভধারণের জন্য নারীদের চূড়ান্ত যৌন সুখানুভূতির অভিজ্ঞতা লাভ জরুরি নয়। আর তা ছাড়া শুধু যৌনমিলনের সময়ই যে নারীরা এই অভিজ্ঞতা লাভ করেন তাও নয়। ফলে বিষয়টি এতদিন বিজ্ঞানীদের...