পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার দরকার |
বিপদে পড়লে আমাদের শেষ ভরসাস্থল কিন্তু পুলিশ।
পুলিশের সবাই খারাপ নয়। অনেকে নিজের স্বার্থে বা ফ্যসিস্ট সরকারের হুকুম মানতে লাঠিয়াল হিসেবে কাজ করেছেন।
আমাদের অনেক নিরীহ পুলিশ সদস্যরা অধিকাংশই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন।
পুলিশের
প্রতি মানুষের আত্মবিশ্বাস ও আস্থা আনতে হলে সর্বপ্রথম পুলিশের লোগো থেকে
নৌকা বাদ দিয়ে নতুন মনোগ্রাম ও ড্রেস পরিবর্তন করতে হবে। আর পুলিশ জনগণের
বন্ধু এটা তাদের কাজে প্রমান করতে হবে।
পুলিশ নামতো আর পরিবর্তন করা যাবে না।
যেমন বাংলাদেশ রাইফেলস এর নাম হয়েছে বি জি বি।
পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার দরকার। ব্রিটিশ আমলের আইন দিয়ে এখন আর এই বাহিনী চলতে পারে না।
ঘুস,
দুর্নীতি, আর ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। ভবিষ্যতে যাতে করে আর এরকম
পদলেহনকারী, দুর্নীতিবাজ, রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে সৃষ্টি না
হয়। যেন এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন না ঘটে, পুলিশ যেন পেশাদারিত্বের
সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন।
সেসব সিনিয়র ও জুনিয়র পুলিশ এসব দুর্নীতিবাজ, পদলেহন কারি,তোষামোদ কারি, হত্যাকারী,নির্যাতনকারি, পুলিশদের বিচার অবশ্যই করতে হবে।
আসুন দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি, আইন-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসি, পুলিশদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেই। সবাই সহযোগিতা করি।