![]() |
| শুধু নির্বাচন দিলেই কি গনতন্ত্র ফিরে আসবে? |
শুধু নির্বাচন দিলেই কি গনতন্ত্র ফিরে আসবে? ভোটের অধিকার ফিরে আসবে ?
স্বাধীনতার পুর্ব থেকে আজ পর্যন্ত গনতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, মানবাধিকার, বৈষম্যের জন্যে এই দেশের মানুষ যতো আন্দোলন করেছে, যতো মানুষ মারা গেছে, পৃথিবীর কোন দেশে তা হয় নাই।
ছাত্র জনতার দাবি দেশের এমন সংস্কার বা রাষ্ট্রীয় ব্যাবস্থা চাই যাতে এই সব দাবি নিয়ে যেনো আবার রাস্তায় আন্দোলন করতে না হয়। আর কোন মানুষ কে হত্যা, গুম, খুন হতে না হয়। আয়নাঘর, গোপন টর্চার সেল থাকবে না।
মুখ, চোখ, কান বন্ধ করে থাকতে যেন বাধ্য করা না হয়।
ছাত্র জনতা মেহনতি মানুষের অধিকার ও বৈষম্যহীন গনতন্ত্র চাই।
BD News Tracker


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
পাঠকের মন্তব্য আবশ্যক