BDNEWS TRACKER |
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা
ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
ভ্যালেন্টাইন ডে |
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম
প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। – হুমায়ূন আজাদ
ভালোবাসা দিবস বা
ভ্যালেন্টাইন ডে! যদিও সত্যিকারের ভালোবাসার কোন দিবস নেই বলেই আমরা মনে করি।
ভালবাসা দিবস প্রতিদিন, প্রতিক্ষন। তবে
১৪ ফেব্রুয়ারি -কে ‘বিশ্ব ভালোবাসা
দিবস’ হিসেবে উদযাপন করা হয়ে
থাকে বিশ্বব্যাপী। তরুণ-তরুণীদের মাঝেই ভালোবাসা দিবস উদযাপনের ট্রেন্ডটা দেখা
গেলেও দিনটি আসলে পৃথিবীর সকল ভালোবাসার জন্য। দিনটি হতে পারে মা-ছেলের ভালোবাসা
উদযাপনের দিন কিংবা মানুষে-মানুষে ভালবাসার দিবস।
ভ্যালেন্টাইন ডে
/ ভালোবাসা দিবসের ইতিহাস
বিভিন্ন সময় বেশ
কয়েকজন ইতিহাসবিদদের লেখায় উঠে এসেছে, মূলত প্রাচীন দু’টি রোমান প্রথা
থেকেই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস -এর সূত্রপাত। খ্রিস্টান এক চিকিৎসক ফাদার
ও পাদ্রী সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে এই দিনটি `ভ্যালেনটাইনস ডে` হিসেবে নামকরন করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪
ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে
সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদন্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তাঁর আদরের
একমাত্র মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে নিজের স্বাক্ষর হিসেবে লিখেছিলেন `ফ্রম ইওর ভ্যালেনটাইন`। এরপর পরবর্তী বছর থেকে বাবার মৃত্যুর দিনকে
তাঁর মেয়ে এবং মেয়ের প্রেমিক মিলে ভ্যালেন্টাইনস ডে হিসেবে উদযাপন করা শুরু করে।
যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদন্ডে দন্ডিত ভ্যালেন্টাইনকে ভালবেসে ১৪
ফেব্রুয়ারিকে উদযাপনের রীতিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর তা থেকেই শুরু হয় ‘বিশ্ব ভালোবাসা দিবস’ বা ‘ভ্যালেন্টাইন ডে’ -এর রীতি।
সম্পাদক BD NEWS TRACKER
সম্পাদক BD NEWS TRACKER
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক