
জনপ্রিয় গীতিকার, সুরকার ও নৃত্যশিল্পী শাকিরার ভক্ত-অনুসারীর সংখ্যা সারা বিশ্বেই আছে। ১০২ মিলিয়নের বেশি লাইক নিয়ে সবার ওপরে রয়েছে তার ফেসবুক পেজ। এবার তার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও। টুইটারে শাকিরার ফলোয়ারের সংখ্যা ৩৫ মিলিয়ন ছাড়িয়েছে। এতে তিনি বেশ উচ্ছ্বসিত।

শাকিরা এ পর্যন্ত দু’বার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। এমনকি তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। আর বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রীত শিল্পী। এছাড়াও শাকিরা দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী, যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।ঢাকাটাইমস
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক