কে এম হোসাইন : মার্কিন এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, শিশু লালন-পালনে পরস্পরকে
সহযোগিতা করলে দাম্পত্য এবং যৌনজীবনে আরো বেশি সুখী হওয়া যায়। সূত্র :
বিবিসি বাংলা।
৪৮৭ টি পরিবারের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যেসব
মা-বাবা শিশু লালন-পালনের দায়িত্ব সমানভাবে ভাগাভাগি করে নিয়েছেন তারা
মানসিক এবং যৌনতার দিক থেকে বেশি সন্তুষ্ট।
তবে যেসব দম্পতির ক্ষেত্রে নারী সদস্য শিশুপালনের মুল দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সন্তুষ্টির হার কম।
গবেষকরা বলছেন, পুরুষরা শিশু লালনে মুখ্য ভূমিকা পালন করলেও যৌনজীবনে বেশি প্রভাব পড়ে না।
বৈবাহিক এবং রিলেসনশিপ স্টাডি ২০০৬ নামের একটি গবেষণা থেকে এই উপসংহারে
পৌঁছেছেন গবেষকরা। দম্পতিদের সম্পর্ক নিয়ে একটি জরিপের মাধ্যমে ঐ গবেষণাটি
করা হয়।
আমেরিকান স্যোসিওলজিক্যাল এসোসিয়েশনের একটি বৈঠকে উপস্থাপিত
এসব তথ্যে দেখা যায়, যেসব পরিবারে নারী সদস্য শিশুপালনের ৬০ শতাংশের বেশি
কাজ করেছেন। তারা দাম্পত্য সম্পর্ক এবং দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে সবচেয়ে
কম স্কোর করেছেন এবং তারা যৌনজীবনেও কম সুখী।
ম্যানচেস্টার বিজনেস
স্কুলের মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক, স্যার কেরি কুপার বলেন, এই গবেষণার
মাধ্যমে সাংসারিক জীবন নিয়ে আরো বেশি কিছু বোঝা যায়। কোন পুরুষ যদি
শিশুপালনের কাজ ভাগাভাগি করে নিতে আগ্রহী হয়। তাহলে বোঝাই যায় সে
সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বেশি সময় বিনিয়োগ করতে চাচ্ছে ।
আমাদের সময়.কম
24.08.2015
Related Posts:
বঙ্গবন্ধুর অদেখা ভিডিও চিত্রের সন্ধানে
ফরাসি সাংবাদিক আরনো আমেলাঁ ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের
দিনে হাজির ছিলেন ঢাকায়। সেদিন আরনো তাঁর প্রতিবেদনের জন্য ধারণ করেছিলেন
দুর্লভ সব মুহূর্ত। প্রায় ৪৪ বছর পর কীভাবে খোঁজ মিলল সেই ভিডিও চিত্রের?
পড়… Read More
আকর্ষণীয় হওয়ার ৬ দিক ।
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
… Read More
স্মার্ট হবেন কীভাবে?
স্মার্ট আবার কীভাবে হওয়া যায়, তাই না? মস্তিষ্কের ব্যায়াম করেই এটা সম্ভব।
যেমন আপনি চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে, আরেক পা হাঁটু ভাঁজ করে মেঝের
সমান্তরালে ওপরে উঠিয়ে রেখে, দুই হাতে শক্ত করে ধরে রাখুন পাঁচ সেকেন্ড।
এটা মস… Read More
রাতের খাবার কখন খাবেন?
এটা কোনো বিষয় হলো! রাতের খাবার তো রাতেই খাব, এর মধ্যে আবার ‘কখন’ কেন,
তাই না? আসুন, দেখা যাক এখানে ‘কিন্তু’ ওঠে কেন। ইউরোপ-আমেরিকায় সাধারণত
সন্ধ্যা না হতেই রাতের খাবারের পাট চুকে যায়, যাকে বলা হয় ডিনার। আমাদের
দেশ… Read More
ফেসবুকে আপনি কি নিরাপদ?
ফেসবুকে আপনি কি নিরাপদ?
নাসির খান
|
আপডেট: ০২:২৩, আগস্ট ২৪, ২০১৫
| প্রথম আলো
হুট
করে দেখলেন আপনার ফেসবুক দেয়ালে বিব্রতকর কিছু ছবি চলে এসেছে! তাও আবার
আপনার বন্ধু… Read More
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক