ব্যবহারকারীদের জন্য অভিনব এক সেবা চালু করেছে ভিডিও
শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। এখন থেকে অফলাইনেও দেখা যাবে ইউটিউব ভিডিও। তবে আপাতত সুবিধাটি
ভোগ করতে পারবেন ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ব্যবহারকারীরা।
ওয়াইফাই জোন কিংবা ভালো ডাটা সংযোগ থাকলে একটি বিশেষ আইকনে ক্লিক
করলেই ডাউনলোড হয়ে যাবে ইউটিউবের ভিডিও। পরে দর্শক
নিজের সুবিধা ও সময়মতো সেটি দেখতে পারবেন। ডাউনলোড হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যতবার খুশি ততোবার ভিডিওটি দেখা যাবে।
এই সুবিধায় ডাটা প্ল্যানের খরচে সাশ্রয়
তো হবেই, পাশাপাশি এড়ানো যাবে ব্যান্ডউইথ কম থাকার সমস্যাও। তবে এজন্য ব্যবহারকারীর গেজেটে ডাউনলোড করতে হবে
একটি বিশেষ অ্যাপ।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবায় বাফারিং সমস্যাও থাকবে না। সূত্র: এনডিটিভি ও
মিড-ডে
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক