করোনা ভাইরাসের পজিটিভ বা ভালো দিক |
অনেক দিন পর শহরে আমাদের বাসার সামনের গাছে কয়েকটা টিয়া পাখি দেখলাম আর কোকিলের
ডাক শুনলাম।বন্য প্রাণীদের মধ্যে যেন আনন্দ বিরাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কক্সবাজার
সমুদ্র সৈকতে গোলাপি তিমি সহ অনেক নাম না জানা সামদ্রিক প্রাণীর আনাগোনা বেড়েছে । প্রকৃতির
ও পরিবেশের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখা যাচ্ছে ।
করোনা ভাইরাসের নেগেটিভ বা কুফল আমরা সবাই জানি।
video link click
video link click
মানুষ ইহজাগতিক প্রাপ্তির নেশায় খুব বেশি মগ্ন ছিল । মানুষ , প্রকৃতির ও পরিবেশে রক্ষায় তার উপর অর্পিত দায়িত্ব পালন করে নাই বলে আল্লাহ্ নিজে
তা গ্রহণ করেছেন । আর তার রোষে কেবল অন্যায়কারীই শাস্তি পায় না ,সমর্থনকারীরাও শাস্তি পায় । যার কারনে আল্লাহ তায়ালা সামান্য একটা ভাইরাস দিয়ে আমাদের চলার গতি লক ডাউন করে
থামিয়ে দিয়েছেন।
পৃথিবীজুড়ে যত রকম পাপ কাজের উৎস সামাজিক দুরত্ব ও শারীরিক দুরত্ব
বজায় রাখার কারনে ক্যাসিন, জুয়ার আসর, ডিজে
পার্টি,পতিতালয়,মদের আসর , মদের বার, প্রমোদবিহার, নগ্নতা, নুড হয়ে বিচে সানবাথ ,অশ্লীলতা, ব্যাভিচার
জেনা ,ধর্ষণ ,ফ্রী সেক্স ,ছিনতাই, খুন সহ যাবতীয় পাপ কাজ বন্ধ হয়ে গেছে। নিষিন্ধ বা হারাম বন্য প্রাণী খাওয়া বন্ধ হয়েছে ।
আল্লাহর প্রতি মানুষের আনুগত্য বেড়েছে।এটা মানুষকে ফিরিয়ে এনেছে আল্লাহার
কাছে ।মানুষের মাঝে আল্লাহর একাত্তবাদের প্রতি বিশ্বাস বেড়েছে । পীর ,ফকির, সাধুবাবা
,গুরু , ন্যাংটা ফকির সহ মাজারের প্রতি মানুষের বিশ্বাস কমেছে
।
হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ । আর আমারা ৫ ওয়াক্ত নামাজের অজুর
মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ইমান ঠিক রাখতে পারি।
আজ করোনার হাত থেকে বাঁচতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বাধ্য হয়েছে
।
বিশ্বজুড়ে মানুষ ইচ্ছেমতো প্রকৃতির অনেক ক্ষতি সাধন করেছে । এতদিন ধরে দূষিত করেছে
সমস্ত পৃথিবীকে। নদীর জল,স্থল, ধরনী তল, আকাশ, মাটি, পানি, বাতাস, জলবায়ু, শব্দ দুষন,
বায়ু দূষণ , ধ্বংস করেছে পাহাড় ও পরিবেশ সহ পুরো প্রকৃতি । নির্মম ভাবে হত্যা বা নিধন
করেছে বন্য প্রানি। অবৈধ সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুকে ডাস্টবিনে বা নির্জনে ফেলে দিচ্ছে । এছাড়াও শুধু মাত্র মুসলিম বলে বেড়েছে বিশ্বব্যাপী মুসলিমদের উপর নির্যাতন ।
মানুষ আল্লাহ্র নিষেধ অমান্য করেছে । হারাম বা নিষিদ্ধ জিনিষের প্রতি বেশি আগ্রহ বেড়েছে।
মহান আল্লাহ এবার নিজের আধিপত্য দেখিয়ে দিচ্ছেন, এই পৃথিবীকে রিফ্রেশ বা প্রকৃতির
ভারসাম্য রক্ষা করার জন্য অবাধ্য মানুষকে বন্দি করে এই সুন্দর পৃথীবিকে সেটিং করে দিচ্ছেন নতুন করে, সেটিং শেষ
হলে হয়তো করোনাকে তিনি ফিরিয়ে নেবেন। সৃষ্টি করতে হলেতো ধ্বংস অনিবার্য ।
পরিবার বা প্রিয়জনের সব সময় একটা অভিযোগ যে আমারা পেশাগত কারণে একে অপরকে খুব বেশি
সময় দেয় না।
আজকে বিশ্বাব্যাপি করোনার লকডাউনের কারনে দির্ঘদিন বাসায় একান্তে পরিবারের সাথে থাকার সুযোগ সৃষ্টি হওয়ায়
আর তেমন কাজ না থাকায় অনেকে ৯ মাস পরে এর সুফল পেতে পারেন।
সারা পৃথিবী জুড়ে করোনার কারনে যে পরিমান মানুষের মৃত্যু হয়েছে তার চেয়েও বেশি জন্ম গ্রহণ করবে। পারিবারিক বন্ধন আরো সুদৃড় হবে।
করোনা ভাইরাস থেকে বা যে কোন মহামারী থেকে
বাচার উপায় প্রায় ১৪৫০ বছর আগে রাসূল হজরতমোহাম্মাদ মোস্তফা (সাঃ) হাদিছের মাধ্যমে ভবিষ্যতবানী করেছিলেন । দিয়েছিলেন লক ডাউন এবং পরিষ্কার
পরিচ্ছন্নতার ফর্মুলা নামাজ । আজ চীন সহ সমগ্রও বিশ্ব এই লক ডাউন ফর্মুলা প্রয়োগ করে মহামারী থেকে বাচার
উপায় বের করেছে ।
এই নশ্বর পৃথিবীতে আমারা সবাই পরীক্ষায় আছি ।পরীক্ষার প্রশ্ন ও উত্তর
পবিত্র কোরআন এবং হাদিসে দেওয়া আছে । ফাঁস হাওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েও যদি আমরা ফেল
করি তবে আখেরাতে দোষ দেবার মতো কাউকে পাওয়া যাবে কি ? পরীক্ষক এই পৃথিবীতে আমাদেরকে
অনেক সুযোগ দিবেন আর আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তবে ফলাফল প্রকাশের দিনে
যা করেছি তাই পাবো। সেদিন ফলাফল পরিবর্তনের কোন সুযোগ থাকবে না । এক মাত্র মহান আল্লাহ ইহজগতে আমাদের পরীক্ষার
পাশ ফেল অনুযায়ী জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ
করবেন ।
করোনা মানে কোন পাপ কাজ করোনা। প্রকৃতির কোনো ক্ষতি করোনা, এটাই প্রকৃতির মেসেজ।
করোনাকে নয় , যিনি করোনা দিইয়েছেন তাকে ভয় কর ।
তাই করোনা থেকে বাচতে হলে সুন্দর জীবন বাবস্থার জন্য আল্লাহর কাছে তওবা করে করুনা ভিক্ষা চাও। নামধারী মুসলিমগন
সাবধান!!! মানবজাতি সাবধান!!! সীমালঙ্ঘন করবেন না। আল্লাহ্ সীমালঙ্ঘনকারীদের প্রতি অত্যন্ত
কঠোর ।
সম্পাদক বিডিনিউজ ট্র্যাকার
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক