কোভিড-১৯ বা করোনার আক্রমণে বিশ্ব এখন মহাদুর্যোগে। ভাইরাসের সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের সবচেয়ে বিস্তৃত ও ভয়ংকর সংকট বলা হচ্ছে। করোনা মহামারির বিরুদ্ধে রণকৌশল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।
করোনাভাইরাসে সারাবিশ্ব এক মারাত্মক সংকটের মুখে। থমকে গেছে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম। কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রা যতদিন যাচ্ছে সারাবিশ্ব ততই যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হচ্ছে ।
১৯৭১ সালে জাতীর জনকের নেতৃত্বে
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিকামী দেশের জনগন শত্রু মুক্ত করে স্বাধীনতা অর্জন করেছে ।
আজ ২০২০ সালের এ ক্রান্তি লগ্নে জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
এই করোনা যুদ্ধ শুরু হয়েছে । এই করোনা যুদ্ধের প্রধান অগ্রযোদ্ধা দেশপ্রেমী ডাক্তার , স্বাস্থ্য কর্মী ,জনপ্রশাসন ,সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , সব পর্যায়ের জন প্রতিনিধি
,সকল রাজনৈতিকদল, সমাজকর্মী
,
সাংবাদিকগণ দেশের এ পরিস্থিতিতে সৈনিকের মতো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। নিজেদের পরিবার সুখ-শান্তি বিসর্জন দিয়ে, সীমাহীন কষ্টের পরও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা যুদ্ধের
মোকাবেলয় তারা নিরবিচ্ছিন্ন ভাবে মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
Doctors & Journalists in Corona Battle. |
যুদ্ধের জন্য সৈনিকদের ঢাল, তলোয়ার অস্ত্র, গোলাবারূদ নিয়ে প্রস্তুত রাখতে হয়।ঢাল, তলোয়ার বা সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী ছাড়া অরক্ষিত ভাবে ডাক্তার, স্বাস্থ্য কর্মীদেরকে এ কঠিন যুদ্ধে নামিয়ে দেয়ার মানে বীর যোদ্ধাদের মৃত্যু মুখে ঠেলে দেওয়া । একজন ডাক্তারের মৃত্যু হলে এক হাজার রোগীও বিনা চিকিৎসায় মৃত্যু হতে পারে !
Distribution of relief under
supervision of local government.
|
করোনা যুদ্ধের মোকাবেলা রোগী চিকিৎসা করতে গিয়ে যে সব ডাক্তার ও স্বাস্থ্য কর্মী সহ দায়িত্ব প্রাপ্ত যে কেউ মৃত্যুবরণ করলে, তাদেরকে রাস্ট্রীর স্বীকৃতি, শহীদি মর্যাদা ও সম্মান জানানো প্রয়োজন। তাদের সর্বচ্চো সুরক্ষা ,প্রয়োজনীয় সব সাপোর্ট ও পূর্ণ সহযোগিতা এবং প্রয়োজনে সরকারী বা বেসরকারি এয়ার এ্যাম্বুলেন্স , আই সি ইউ এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস , অন্যান্য পরিবহন রিক্যুজিসন করে ডাক্তার ও স্বাস্থ্য কর্মী সহ দায়িত্ব প্রাপ্ত সেবা প্রদান কারি ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা
করা উচিত ।
করা উচিত ।
Bangladesh Army in Corona Battle |
আমরা নিজ নিজ ঘরকে দুর্গ বানিয়ে ঘরে অবস্থান করে করোনা শত্রুকে প্রতিরোধের মাধ্যমে প্রতিহত করতে হবে। দেশের সচেতন দেশ প্রেমিক নাগরিক হিসাবে সরকারের সকল নির্দেশনা মেনে এই করনা যুদ্ধ মোকাবেলায় সকলে ঐক্যবদ্ধ ভাবে সবার প্রচেষ্টায় ইনশাআল্লাহ্ এ যুদ্ধে
আমরা জয়ী হবো ।
Bangladesh's law enforcers on the front line of corona battle. |
দেশের করোনা যুদ্ধের একজন অগ্রযোদ্ধা প্রথম শহিদ ডাক্তার মঈন উদ্দিন সহ যারা দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ ও আক্রান্ত হয়েছেন, তাদেরকে স্যালুট ও সম্মান জানাই।
করোনা যুদ্ধের অগ্রযোদ্ধা প্রথম শহিদ ডাক্তার মঈন উদ্দিন |
সর্বশক্তিমান আল্লাহ্ সুবাহানু তায়ালার নিকট করোনা যুদ্ধের মোকাবেলায় যারা মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন আসুন আমরা সকলে তাদের জন্য মন থেকে দোয়া করি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি মানবিক আচরন করি। যতটুকু সম্ভব সাহায্য করি ।
করোনা যুদ্ধের মোকাবেলায় অগ্রগামী সকল সৈনিক চিকিৎসক, স্বাস্থ্য কর্মী , জন প্রশাসন , সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , সব পর্যায়ের জন প্রতিনিধি, সাংবাদিক এবং তাঁদের নেতৃত্বদানকারি করোনা যুদ্ধের সর্বাধিনায়ক মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও সালাম।
করোনা যুদ্ধের মোকাবেলায় নেতৃত্বদানকারী আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী . |
নিজের পরিবার, নিজেকে এবং নিজের দ্বারা অন্যকে সংক্রমণের হাত থেকে বাচান।
যতদিন করোনা যুদ্ধ চলবে,
ততদিন মানতে হবে।
সম্পাদকঃ বিডিনিউজ ট্র্যাকার
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক