স্থান-কাল-পাত্র ভেদে মানুষের সংস্কৃতি, রীতি-নীতি বদলে যায়। তেমনই বদলে যায় মানুষের যৌন চাহিদাও। প্রকৃতির নিয়ম মেনে কোথাও বিপরীত লিঙ্গকে বেছে নেয় অনেকে। আবার অনেকে আছেন যাদের কাছে সমকামীতাই স্বাভাবিক। জেনে নিন বিশ্বজুড়ে প্রচলিত তেমনই কয়েকটি অদ্ভুতুড়ে যৌন রীতি:
* নিউ গিনির ট্রব্রিয়ানদার উপজাতির বিশ্বাস ৬ থেকে ১২ বছর বয়সের মধ্যেই শারীরিক সম্পর্ক শুরু করা উচিত।
* অতীতে এটা বিশ্বাস ছিল যে নিল নদ মিশরের দেবতা অটমের ইজাকুলেশনের ফলে সৃষ্ট। এই বিশ্বাস থেকেই ফারাওরা এই নদীতে স্বমেহন করতেন।
* নেপালের কয়েকটি উপজাতি নিজেদের পরিবারের মধ্যে যৌন সঙ্গী অদলবদল করে নিতেন। একে বলে পলিঅ্যান্ড্রি। তাদের বিশ্বাস ছিল, এই রীতি উপজাতির লোক সংখ্যার ভারসাম্য বজায় রাখবে।
* ফ্রান্সের মারকিউসাস আইল্যান্ডের রীতি অনুযায়ী সেখানকার মানুষেরা নিজেদের সঙ্গীকে অন্যের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে দিতেন এবং সেই দৃশ্য তারা দেখতেন।
* নিউ গিনির আর এক উপজাতি সাম্বিয়ানদের রীতি আবার অন্য রকম। তারা ঋতুচক্রের সময় ছেলে এবং মেয়েদের সম্পূর্ণ আলাদা করে রাখে। আর এই সময় ওই উপজাতির শক্তিশালী যোদ্ধাদের বীর্য খেতে হয় মেয়েদের।
* মিশরের সিওয়া উপজাতির মধ্যে হোমসেক্সুয়ালিটি বা সমকামিতা শুধু সাধারণ বিষয়ই। দুই পুরুষ বা নারীর মধ্যে জাঁকজমক করে বিয়ে দেওয়া হয়।
* ব্রাজিলের মাহিনাকু গ্রামের লোকেরা পছন্দ মতো সঙ্গী বেছে নেওয়ার জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করেন। তবে কোনও মারামারি নয়, পছন্দের নারীকে কে কত বড় মাছ উপহার দিতে পারেন সেটাই বিচার করা হয়।
* দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ মাঙ্গাইয়ায় বৃদ্ধারা ১৩ বছরের কম বয়সী ছেলেদের সঙ্গে দৈহিক মিলন করেন। তাদের উদ্দেশ্য, ছোটদের শেখানো কীভাবে সঙ্গীকে খুশি করতে হয়।
* হাওয়াই দ্বীপে আবার প্রত্যেকেই নিজেদের যৌনাঙ্গের নামকরণ করেন। এমনকী ঈশ্বরের আরাধনার সময় নিজের যৌনাঙ্গের বিবরণ দেন। এটাই তাদের রীতি।
* ইন্দোনেশিয়ায় পণ উৎসবের সময় প্রত্যেক ব্যক্তিই তাদের স্ত্রী ছাড়া অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
* ভারতের ছত্তিসগড়ের মুরিয়া উপজাতিরা মানুষেরা একটা বয়সের পর একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখেন। কোনও সম্পর্কই আবেগে বাঁধা পছন্দ করে না এই উপজাতি।
* গ্রিসের এক উপজাতির মধ্যেও সমকামিতা প্রাধান্য পায়। বয়স্ক পুরুষের সঙ্গে কিশোরদের শারীরিক সম্পর্ক সেখানে উদযাপিত হয়।
* আয়ারল্যান্ডের এক উপজাতির ধারণা সঙ্গীর সঙ্গে সঙ্গম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সে কারণে শারীরিক সম্পর্ক স্থাপনের সময়েও অন্তর্বাস পরে থাকেন পুরুষেরা।
* জীবন সঙ্গী বেছে নেওয়ার জন্য কম্বোডিয়ার ক্রেয়াঙ্গ উপজাতিতে মেয়েদেরই প্রাধান্য দেওয়া হয়। বিয়ের আগে ‘লাভ হাট’ তৈরি করে দেওয়া হয়। সেখানে প্রতিটি মেয়ে একাধিক পুরুষের সঙ্গে মিলিত হয়ে নিজেদের সঙ্গী পছন্দ করেন।
সুত্র ; আমাদের সময় ০৫ মে ২০১৬, ১৫:০০
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক