ছবিতে দেখুন গুগল কোথায় রাখে আপনার তথ্য
ডাটা সেন্টারকে বলা হয়, প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্রেইন এবং সেটা খুবই গোপনীয়। কিন্তু গুগল এক্ষেত্রে বেশ উদারতা দেখিয়ে প্রকাশ করেছে নিজেদের ডাটা সেন্টারের অভ্যন্তরীণ কিছু ছবি।
নিজেদের ডাটা সেন্টার প্রসঙ্গে সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যখন গুগলের সেবা ব্যবহার করে, তখন সে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সার্ভার নেটওয়ার্কটিই ব্যবহার করছে।
আর গুগলের এই মন্তব্যে অসম্মতি জানানো যে কারো পক্ষে আসলেই কঠিন। তাদের সঙ্গে একমত না হয়ে উপায় নেই। ব্যবহারকারীদেরকে নির্ঝঞ্ঝাট সেবা প্রদানে ছবিগুলো গুগলের প্রচেষ্টার আভাসমাত্র। বিস্তারিত
0 comments:
Post a Comment
পাঠকের মন্তব্য আবশ্যক